অত্র দপ্তরের সকল কার্যাবলী ৫টি শাখার মাধ্যমে পরিচালিত হয়ঃ
শাখা সমূহ :
১। নিবন্ধন ও পরামর্শ শাখা
২। কল্যাণ শাখা,
৩। উন্নয়ন,প্রচার ও এনজিও শাখা,
৪। অভিযোগ,তদন্ত ও সহায়তা প্রদান শাখা এবং
৫। প্রশাসন ও হিসাব শাখা ।
কার্যাবলী সমূহ :
ক) বিদেশ গমনেচ্ছুদের বিদেশে কর্মরত ও বিদেশ থেকে ফেরত কর্মীদের নিবন্ধন ও তথ্যাবলী
ডাটাবেজে সংরক্ষণ ও প্রয়োজনে সরবরহ করণ ।
খ) প্রবাসী কমীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জরীপ কাজ চালানো বা জরীপ কাজে
সহায়তা করা ।
গ) প্রবাসী কর্মীদের দেশে এবং বিদেশে কল্যাণ ও সুরক্ষা সংক্রান্ত কাজে সহায়তা প্রদান ।
ঘ) প্রবাসী কর্মীদের পরিবারের পক্ষে সরকারের বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ
করে সেবা প্রাপ্তিতে সহায়তা প্রদান ।
ঙ) বিদেশে চাকরি নিয়ে গমনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য প্রদান এবং প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ে
পরামর্শ প্রদান ।
P) প্রবাসীদের নিকট থেকে প্রাপ্ত অভিযোগ সম্পর্কে অনুসন্ধান/তদন্ত করা এবং সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ ।
(চলমান পাতা/২)
(পাতা /২)
Q) বিদেশে মৃত্যুবরণকারী বা দূর্ঘটনার স্বীকার হওয়া কর্মীদের মৃতদেহ দেশে আনা/দাফন/সৎকার করা
এবং ক্ষতিপূরণের অর্থ বিতরণে সহায়তা করণ ।
R) দেশে এবং বিদেশে চাকরির চাহিদা, বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ,সংরক্ষণ ও প্রচার ।
S) বিদেশ থেকে প্রত্যাগতদের দেশে কর্মসংস্থান লাভ / স্বকর্মসংস্থান/বিনিয়োগ/ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরামর্শ ও সহায়তা প্রদান ।
T) বিদেশ গমনেচ্ছু নারী কর্মী এবং প্রবাসী নারী কর্মীদেরকে সহায়তা প্রদানে বিশেষ নজর প্রদান ।
U) অভিবাসন সম্পর্কিত আন্তর্জাতিক দিবস/কর্মসূচী যথাযথ ভাবে পালন ।
V) নিরাপদ অভিবাসনের লক্ষ্যে প্রচার প্রচারণা চালানো এবং অভিবাসন কাজে সম্পৃক্ত এনজিওদের কাজ সমন্বয় ও সহায়তা প্রদান ।
W) বিদেশ গমনেচ্ছু কর্মীদের অভিবাসন খরচের অর্থায়ণ ও বিদেশ হতে স্বল্প খরচে রেমিটেন্স প্রেরনের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক ও অন্যান্য ব্যাংকিং সেবা লাভে সহায়তা করণ ।
X) সরকারী ভাবে কর্মী সংগ্রহের ক্ষেত্রে আরোপিত দায়িত্ব পালন ।
Y) অভিবাসী কর্মীদের জন্য সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচী/প্রকল্প বাস্তবায়ন ।
Z) বহির্গমন অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী মামলা দায়েরের ক্ষেত্রে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন ।
থ) রিক্রুটিং এজেন্সির কর্মকান্ড সম্পর্কিত প্রতিবেদন প্রেরণ ।
দ) কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য আদেশ পালন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS